এসএম রুবেল, ক্রাইম রিপোর্টার :চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সাফল্য: অটোরিকশা চালক পলাশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত দুই বন্ধুকে গ্রেপ্তার করার পাশাপাশি চোরাই যন্ত্রাংশ কেনার অভিযোগে আরও দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে। তবে হত্যাকাণ্ডের পেছনের কাহিনী:-১২ ফেব্রুয়ারি রাতে অটোরিকশা চুরির পরিকল্পনা করে পলাশকে ডেকে নেয় তার দুই বন্ধু—রকি ও জনি। তবে তারা একসঙ্গে বাংলা মদ পান করে। একপর্যায়ে পরিকল্পিতভাবে গলায় মাফলার পেঁচিয়ে পলাশকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ সরিষাখেতে ফেলে রেখে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।চুরি করা অটোরিকশার যন্ত্রাংশ খুলে রাজশাহীর তানোর ও নওগাঁর নিয়ামতপুরে ৩৯ হাজার টাকায় বিক্রি করে হত্যাকারীরা।গ্রেপ্তারকৃতদের পরিচয়পুলিশ জানায়, হত্যার সঙ্গে জড়িত দুই বন্ধু—১. মো. রকি (৩২), তানোর, রাজশাহী২. মো. জনি (২৪), মতিহার থানা, রাজশাহী। এছাড়া চোরাই যন্ত্রাংশ কেনার অভিযোগে গ্রেপ্তার হয়েছে – ৩. মো. জুয়েল (৪০), হাতিশাহিলপাড়া, তানোর 4. মো. সানোয়ার হোসেন (২৪), চৌবাড়ীয়া পশ্চিমপাড়া, নওগাঁপরিবারের সন্দেহ ও পুলিশের তদন্তের সূএে বেরিয়ে আসে আসল রহস্য এনিয়ে পুলিশ সুপার জানান, ১২ ফেব্রুয়ারি সকালে পলাশ চাঁপাইনবাবগঞ্জ শহরে যান। সন্ধ্যায় আমনুরা-লক্ষ্মীপুর মোড়ে পলাশের অটোরিকশায় তার দুই বন্ধু জনি ও রকিকে দেখতে পান তার বাবা। কিন্তু গভীর রাতেও বাড়ি না ফেরায় এবং ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে স্বজনদের বাড়িতে খোঁজ করেন।পলাশের খোঁজ না পেয়ে তার বাবা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনদিন পর ১৫ ফেব্রুয়ারি ঝিলিম ইউনিয়নের আতাহির নয়ানগর সরকারি সার গোডাউনের পাশের একটি সরিষাখেত থেকে পলাশের লাশ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় তার গলায় মাফলার পেঁচানো ছিল। পুলিশের এই সফল অভিযানে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশকে ঘিরে ব্যাপক আনাগোনার ঝড় বইছে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
অটোরিকশা চালকে হত্যাকাণ্ডের জেলা পুলিশের রহস্য উদঘাটন রাতভোর অভিযানে চারজন গ্রেপ্তার
RELATED ARTICLES