মোঃ সাইদ( স্টাফ রিপোর্টার)
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রী লুবনা মনি (১৪) কে দ্রুত উদ্ধার ও মামলার প্রধান আসামি রাকিব (২০), তার বাবা দুলাল (৫৫), মা হাসিনা (৪৫) সহ জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে লুবনার মা মানসুরা, বাবা দিলবার হোসেন ও মামা রিপনসহ পরিবারের অন্যান্য সদস্যরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, প্রতিবেশী বখাটে রাকিব ও তার পরিবারের সহযোগিতায় লুবনাকে অপহরণ করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, কেরানীগঞ্জে বসবাসরত এক সাংবাদিক পরিচয়ধারী ফরিদের সহায়তায় এই অপহরণের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অপহৃত কিশোরীকে উদ্ধারে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত লুবনার সন্ধান এবং অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির জন্য জোর দাবি জানিয়েছে।