
স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ বিষয়টি স্থানীয় জনগণ নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে, গত সোমবার স্কুলের সভাকক্ষে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আল আমিন সরকার। উক্ত প্রধান শিক্ষক প্রায় ১০ দিন ধরে স্কুলের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে না জানিয়ে স্কুলে অনুপস্থিত রয়েছেন। কয়েকদিন ধরে স্কুলের শিক্ষার্থীরাও প্রধান শিক্ষককের অপসারনের দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ মিছিল করেছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে এটা একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আল আমিন সরকার অভিযোগ করেন, উক্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিভিন্ন খরচ দেখিয়ে স্কুল তহবিলের প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তাকে ইতোমধ্যে দুইদফা কারণ দর্শানোর চিঠি দেওয়া হলেও তিনি তার কোন উত্তর দেননি। এ ব্যাপারে আল আমিন সরকার বাদি হয়ে ইতোমধ্যে সিরাজগঞ্জ আদালতে (আমলী আদালত, উল্লাপাড়া) প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করেছেন। আল আমিন সরকার আরো অভিযোগ করেন, কয়েকদিন আগে স্কুলের শিক্ষক কর্মচারী নিয়োগ সামনে রেখে ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়। স্কুলের শিক্ষার্থীরাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করে। এসব কারনে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ঊমি, সোনালী, নবম শ্রেণির শিক্ষার্থী আজিজুল, রাজিব এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী হৃদয় ও আজিবুল জানায়, উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারা বিভিন্ন দুর্ণীতির কথা শুনে ক্ষুব্ধ হয়েছে। এজন্য তারা তার অপসারনের দাবিতে স্কুল চত্বরে মিছিলও করেছে।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। পাল্টা তিনি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আল আমিন সরকারের বিরুদ্ধে স্কুলের পুকুর লিজ ও গাছ বিক্রির ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন। এ ব্যাপারে তিনি সিরাজগঞ্জ আদালতে অনেক আগেই একটি মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে স্কুল কমিটি থেকে এখন যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তার কোন বৈধতা নেই বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক জানান, গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্কুল ব্যবস্থাপনা কমিটি সাময়িক বরখাস্ত করেছে। তিনি অবৈধভাবে ১০ দিন ধরে স্কুলে অনুপস্থিত রয়েছেন। স্কুলে গিয়ে তাকে পাওয়া যায়নি। স্কুল কমিটি থেকে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
