মোঃ নাজমুল ইসলাম (ঈশ্বরদী প্রতিনিধি): পাবনা ঈশ্বরদীতে ১0 শ্রেণীতে পড়ুয়া এক শ্রেক্ষীর্থীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। ৫ জুন বুধবার সকালে সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের পেছনে শিশু বাগানে এ ঘটনা ঘটে। আহত সিফাত হাসান সিয়াম ঈশ্বরদী উপজেলার আলোবাগ মোড় সংলগ্ন মোঃ রফিকুল হাসান তপনের ছেলে।
আহত সিয়ামের বাবা বলেছেন, মোঃ সিয়াম সরদার প্রায়’ই স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করাত এরই প্রতিবাদ করায় বখাটে মোঃ সিয়াম সরদার (১৯) আমার ছেলেকে ছুরিকাঘাত করে পালিয়েছে। সিয়াম সরদার নামের ওই বখাটে সাঁড়া গোপাল পুর মতিমোল্লার মোড় সংলগ্ন ঠিকাদার বাবু সরদারের ছেলে।
সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের ছাত্ররা আমাদের বলে, আজ সকাল সাড়ে ১১ দিকে পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে মোঃ সিফাত হাসান সিয়াম বাড়িতে যাওয়ার ঈশ্বরদী পৌর এলাকার ২ নং ওয়ার্ড সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের পিছনে কামিনী হাসপাতাল সংলগ্ন শিশু বাগানে পৌঁছালে কয়েক জন যুবক তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে বাকবিতন্ডা হল সিফাত হাসান সিয়ামকে বেধরক মারপিট করেন, পরিস্থিতির এক পর্যায়ে সিয়াম সরদার সহযোগী মোঃ নিরব (১৯) এর হাতে থাকা ছুরি দিয়ে আমার বন্ধু মোঃ সিফাত হাসান সিয়াম কে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছাত্রটির চিৎকারে স্কুলের শিক্ষার্থীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় কামিনী হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে হাসপাতালে আসেন তার মা-বাবা ও স্বজনেরা।
ছাত্রর বাবা কান্নাজড়িত কণ্ঠে আমাদের বলেন, আজ ছেলে সকাল ৮:৩০ মিনিটে পরীক্ষা পরীক্ষা দিতে স্কুলে আসে। পরীক্ষা শেষে ছেলে স্কুলের পিছনের গেইট দিয়ে বাড়িতে ফেরার জন্য কামিনী হাসপাতাল সংলগ্ন শিশু বাগানে পৌঁছালে মোঃ সিয়াম সরদার তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংঙ্ঘবন্ধ হয়ে আমারে ছেলেকে ডান নিথম্বরে ও বাম পায়ের পেশিতে ছুরিকাঘাত করেন।এতে সে গুরুতর জখম হয়।
কামিনী হাসপাতালে ছেলেটির অস্ত্রোপচার করা হয়। সে সময় অস্ত্রোপচার কক্ষের সামনে তার স্বজনদের পাশাপাশি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীরাও তার অবস্থা জানতে অপেক্ষা করছিল।পরে তার অবস্থার অপনতি হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সকলে হামলাকারী বখাটেকে গ্রেপ্তারের দাবি জানায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, ছেলেটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অস্ত্রোপচার করা হয়েছে। ২৪ ঘণ্টা পার হওয়ার পর তার অবস্থা সম্পর্কে বলা যাবে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম আমাদের বলেন, এ বিষয়ে আমেদের কাছে আহত সিয়ামের বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত পূ্র্বক ব্যবস্থা গ্রহণ করব।