মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের বাংলাদেশ হিমাগার কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেক ও সফল রত্নগর্ভা জননী সাহারা খাতুন এর মেজো ছেলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মাদ আলী আহসানকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদান করে ঢাকার বিশেষ জজ আদালতে জেলা ও দায়রা জজ-৯ এর বিচারক হিসেবে বদলী/পদায়ন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পদোন্নতি ও বদলী/পদায়ন সংক্রান্ত আদেশ ও প্রজ্ঞাপন জারি করা হয়। মুহাম্মাদ আলী আহসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি মাধ্যম হতে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি লাভ করেন। তিনি ২৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৩১ মে ২০০৬ ইং তারিখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ান জুডিশিয়াল একাডেমি, ভোপাল হতে ফেলোশিপ লাভ করেন। তিনি সামনের দিনগুলোতে মানুষের মাঝে বিচারিক সেবা ভালো ভাবে দিতে পারেন সে জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
ঈশ্বরদীর কৃতি সন্তান আলী আহসান জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ
RELATED ARTICLES