গণধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহিষ্কৃত সাধারণ সম্পাদক রাকিব আলি, বারোঘরিয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় গণঅধিকার পরিষদের নামে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া বাজারে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় গণঅধিকার পরিষদের নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর বিভিন্ন গনমাধ্যমে সংবাদ পরিবেশন করা হচ্ছে , তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গণঅধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং বিস্ফোরণের সাথে সরাসরি জড়িত আব্দুর রাকিবকে সম্প্রতি ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় ও শৃঙ্খলা ভঙ্গে স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হয়েছে এবং দুইজন কে তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।
তিনি আরো জানান, যেহেতু রাকিবকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে সেহেতু তার দায়ভার সংগঠন নিবে না এবং গণ অধিকার পরিষদ নিয়ে গণমাধ্যম যেসব প্রচার হচ্ছে এটি সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার, যার মাধ্যমে আমাদের সংগঠন ও নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। গণঅধিকার পরিষদ ২০১৮ সাল থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আমাদের সংগঠন কখনোই কোনো ধরনের সহিংস বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। গণমাধ্যমের প্রতি অনুরোধ আপনার সত্যটা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে যাচাই-বাছাই করে উপস্থাপনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাই, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক।
আরও উল্লেখ করে বলেন যে-বারঘরিয়ায় দৃষ্টিনন্দন পার্কে এ ঘটনাকে কেন্দ্র আমার মালিকানাধীন পার্কভিউ রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর লুটপাট করে নেয় আওয়ামীলীগের স্থানীয় দোসররা। এবিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। আমরা আগামীকাল ২৮ শে ফ্রেব্রুয়ারী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রোগ্রাম থাকায় আমি চাঁপাইনবাবগঞ্জে অনুপস্থিততে থাকার কারণে অভিযোগ ও মামলা করতে বিলম্ব হবে।