মোহাম্মদ সাইদ: ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ সনিয়া আক্তার (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। অগ্নিদগ্ধের ঘটনায় বর্তমানে হাসপাতালে মো: ইয়াসিন (১২) চিকিৎসাধীন আছেন। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ। তার অবস্থাও আশঙ্কাজনক। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে আজ ভোরে সোনিয়া আক্তার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
কেরানীগঞ্জের ইউএনও মো: মেহেদী হাসান বলেন, আগুনে দগ্ধ ব্যক্তিদের আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নিহতদের দাফন কাফন, আহতদের সুচিকিৎসার জন্য এক লাখ ২০ হাজার টাকা প্রদান করি। সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করার অনুরোধ জানান তিনি।