চট্টগ্রাম থেকে ট্রাকে আসা দুই শিশুকে উদ্ধার করে সাংবাদিক জমা দিলো পুলিশকে
এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
পরের দিন ডেকে এনে পরিবারের নিকট ৫ বছরের দুই শিশুকে হস্তান্তর করলো সদর মডেল থানা পুলিশ।
হঠাৎ ট্যাংলড়ী গাড়ি আসা বিশ্বরোড হাইওয়ে রোডে এক শিশুর কান্নায় জনতার ভিড়ে খবর পেয়ে পৌঁছে যান ক্রাইম রিপোর্টার এসএম রুবেল ও তার টিম। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে ট্রাক ড্রাইভারের কাছ থেকে দুই শিশুকে খবর পেয়ে উদ্ধার করেছে সাধারণ জনগণের সহযোগিতায় গণমাধ্যম কর্মীরা তবে
রবিবার মাগরিবের সময় শিশু গুলোর কান্না শোনে স্থানীয়দের সন্দেহ হলে ওই ড্রাইভারকে আটকে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবে খবর দেওয়া হয়। খবর পেয়ে একদল সংবাদকর্মী সেখানে উপস্থিত হয়ে,শিশু দুটিকে জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত যোগাযোগ ঠিকানা না মিলাই ও ড্রাইভারের কথাবাত্রা রহস্যজনক মনে হওয়ায় নিয়ে যাওয়া হয় সদর মডেল থানায় পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়।
শিশু দু’টি হলেন,ঢাকা শহরের মদিনা পাম্প এলাকার সুইটি (৫) ও তানভীর (৬)। উদ্দেশ্য প্রণোদিত ঘাটক ট্রাক ড্রাইভার হলেন,চট্রগ্রাম হালীশহর এলাকার মৃত জাহিবুল আলির ছেলে অপু (২৯)।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন,গণমাধ্যম কর্মীরা দু’জন শিশু ও ট্রাক ড্রাইভারকে থানায় আনে,দুই শিশুকে জিজ্ঞাসাবাদ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে,ততক্ষণ দুই শিশু পুলিশের হেফাজতে থাকবে বলেও সেটিও তিনি নিশ্চিত করেন।
জিজ্ঞাসাবাদে ট্রাক ড্রাইভার বলেন,স্বইচ্ছাই দুই শিশু আমার সাথে ঘুরতে এসেছিলেন। ট্রাক ড্রাইভারের বিষয়ে ওসি বলেন,যতক্ষণ পর্যন্ত দুই ছেলে মেয়ে শিশুকে তার পরিবারের কাছে ফোন দিয়ে না পারছি ততক্ষণ ট্রাক ড্রাইভার থানায় থাকবে। তার বিরুদ্ধে পরিবারের কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সদর মডেল থানা পুলিশ।