মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার
মৌলভীবাজারের জুড়ীতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায়,(বুধবার পহেলা জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে,বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম এর দিক নির্দেশনায় ।
বিজিবি জুড়ী বিওপির টহল কমান্ডার, নায়েক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ও ল্যান্স নায়েক মোঃ রেজাউল হকের একটি বিশেষ টহলটিম ছোট ধামাই চা বাগান নামক স্থান থেকে বিজিবি,অবৈধ কাঠ ও একটি ট্রাক বুঝাই মালামাল সহ একটি গাড়ি আটক করতে সক্ষম হয়েছে।অবৈধ কাঠ, ট্রাক সহ , সর্বমোট ৩২ লক্ষ ৪৭৮৩৫ ,হাজার টাকার , মালামাল জব্দ করা হয়েছে, উক্ত মালামাল জুড়ী রেঞ্জ অফিসে জমা করা হয়েছে।
গত ২৭/১২/২০২৪ ইং তারিখে ১ লক্ষ্য ৬২৫০০ হাজার পাঁচ শত টাকার অবৈধ কাঠ আটক করা হয়। ২৯/১২/২০২৪ ইং তারিখে ১ লক্ষ চৌদ্দ হাজার একশত বিশ টাকার অবৈধ কাট আটক করা হয়। এবং ৩০/১২/২০২৪ইং তারিখে অবৈধ পাহাড়ি মুলিবাশঁ এক লক্ষ্য ৯২ হাজার টাকা, আটক করা হয়। ৩১/১২/২০২৪ ইং তারিখে ৩ লক্ষ ৪৯ হাজার ৪২৫ টাকার অবৈধ কাঠ আটক করা হয়েছে।
স্থানিয় লোকজন জানান,জুড়ী বিজিবি’র এসকল আভিযানিক কার্যক্রমের জন্য, জুড়ী বিজিবি প্রশংসার দাবিদার।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান,সীমান্ত সুরক্ষায় বিজিবি সার্বক্ষণিক বিশেষ ভাবে নজরদারিতে রয়েছে। এছাড়া অবৈধ কাঠ ও পাহাড়ি মুলিবাঁশ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা যাবেনা।এবং পরিবেশ সুরক্ষায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।