
আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধঃ
টাঙ্গাইলের মধুপুর দোখলা রেস্ট হাউজে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বন বিভাগের ব্যারাক উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে দোখলা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত দোখলা রেস্ট হাউজে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বন বিভাগের দু’টি ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী বলেন, কিছু মানুষকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যারা গুলশান-বনানীতে বসবাস করে, তারাই আমেরিকা যায়। আমাদের আমেরিকা না গেলেও চলবে।
কৃষিমন্ত্রী বলেন, বৃষ্টি হওয়ার কারণে অনেকটা উপকার হয়েছে। বৃষ্টির পানি নিচে গিয়ে যে জলাবদ্ধ হয়, সেই পানি আমরা উপরে তুলি। তাই বলা যায়, বৃষ্টির কারণে কোনো ফসলের ক্ষতি হবে না।
এসময় বিশেষ অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে এখন পর্যন্ত ২২ শতাংশ করতে পারছি। তবে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ২৫ শতাংশ করতে চেষ্টা করছি। সামাজিক বনায়নের কর্মসূচি হাতে নিয়েছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুরের পৌর পিতা সিদ্দিক হোসেন খান সহ আরও অন্যান্য নেতৃত্ব বিন্দু।