সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
নওগাঁর মহাদেবপুরে বুধবার ২৮ই আগস্ট আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যানগণ,সাংবাদিক,শিক্ষক, বিএনপি,জামাত জাতীয় পার্টির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, উপজেলার কর্মকর্তাগণ,থানা কর্মকর্তা, অফিসপাড়ার শ’ শ’ কর্মকর্তাগণ। পাঁচ আগস্ট এর পর মহাদেবপুর অফিস পাড়াসহ উপজেলার সকল ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ইউএনও মো.কামরুল হাসান সোহাগ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রকাশ থাকে যে, অন্যান্য উপজেলার চেয়ে এই উপজেলায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় রকমের কোন ঘটনা ঘটেনি। ওসি মো.রুহুল আমিন আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।