সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার জোয়ানপুর পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে জোয়ানপুর বিহার এলাকায় মহাদেবপুর-মাতাজিহাট সড়কের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন পঁচা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর রাস্তার পাশের একটি পুকুরে অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পান। লাশের শরীর পঁচে দুর্গন্ধ ছড়ানোয় ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে তাকে হত্যার পর সেখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। তারা আরো জানান, লাশটি পুকুরের পানিতে উপুড় হয়ে থাকায় তাৎক্ষনিকভাবে তার মুখ দেখা যায়নি। তবে লাশটি পঁচে ফুলে ওঠায় মুখ দেখলেও তাকে চেনার উপায় থাকবে না।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, খরব পেয়ে লাশটি উদ্ধারের জন্য থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।