সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত৷ গতকাল ১৫ জুলাই সোমবার বিকাল চারটায়
শ্রী শ্রী রক্ষা কালী মাতা কমিটির উদ্যোগে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিব কালী মন্দির শিবগঞ্জ মোড়ে পূজা অর্চনার মাধ্যমে সমাপ্ত করা হয়৷ এতে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন৷ উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্যবৃন্দরা ও আরো উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান অনুকুল কুমার সাহা বুদুসহ সনাতন বিদ্যাপীঠের ভক্তবিন্দুর৷
সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।
জানা যায়, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। এই উপলক্ষ্যে সেখানে বসেছে হরেক রকমের দোকান।
আর কোনো বিশৃঙ্খলা এড়াতে থানার ওসি রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের মন্দির এলাকায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মন্দির কমিটির আয়োজকরা বলেন, দুপুর আড়াই টায় হবে রথের দ্বিতীয় টান এবং পাঁচ টায় হবে তৃতীয় টান। পুরাতন উপজেলার লৌহ ব্রিজ সংলগ্ন রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়৷ এবং আজ ১৫জুলাই সোমবার রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হয়৷