মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
২৯ সেপ্টেম্বর (রোববার) উপজেলা পরিষদের মিলনায়তনে পাবনার নবাগতজেলা প্রাশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সাথে ঈশ্বরদীর প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার এক্সিকিউট ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার পাবনা জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের মাঝে নতুন দায়িত্ব গ্রহণ করেছি। আমি বিভিন্ন সমস্যার কথা শুনলাম, সকল সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বলেন, আপনারা জনগনের সেবক, নিজ নিজ অবস্থান থেকে জনগণকে নিষ্ঠার সাথে সেবা দিয়ে যাবেন বলে আমি আসা রাখি।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাময়াতের আমির ডা: নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক শহিদুল হাসান ববি সরদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, সিয়াম, রাফিউল ইসলাম অন্ত প্রমুখ।
এ সময় বক্তারা উপজেলা গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা, ঈশ্বরদী রেলগেটের আন্ডার পাস সহ বিভিন্ন বিষয়ে দাবী করেন।
পরে অনুষ্ঠান শেষে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের ৩২ জনকে নগদ টাকা ও ৪ জনকে বাইসাইকেল প্রদান করেন জেলা প্রশাসক।
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১৮ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১২ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ৬ জন শিক্ষার্থীকে ৯৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনার জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পান। এর আগে তিনি স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব ছিলেন। গত ১২ সেপ্টেম্বর তিনি পাবনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।