প্রকাশের সময় : ঢাকা, রবিবার ৯ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ,২৩ জুন,২০২৪ খ্রিস্টাব্দ,১৬ জিলহজ ১৪৪৫হিজরি,আপডেট ০৮:৪৭:৩০পিএম.
মোহাম্মদ সাইদ ( স্টাফ রিপোর্টার)রাজধানীর কামরাঙ্গীরচড়ে বুড়িগঙ্গা নদীর পানিতে ডুবে মইনুদ্দিন (৬) নামে এক শিশু মারা গেছেন।
শুক্রবার (২১ জুন) বেলা সাড়ে ৩টার দিকে কামরাঙ্গিরচর রুপনগর নৌকাঘাটে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই শিশুকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃত শিশুর বাবা মো. ফিরোজ মিয়া জানান, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পুকুরপাড় গ্রামে।
বর্তমানে কামরাঙ্গীরচড় ব্যাটারীঘাট রূপনগর তিন নম্বর গলিতে ভাড়া থাকে। তিনি নিজে ভ্যান চালক। চার ভাই এক বোনের মধ্যে মাইনুদ্দিন ছিল তিন নম্বর। বিকালে অন্যান্য শিশুদের সাথে বাসার কাছাকাছি নৌকাঘাটে খেলছিল। হঠাৎ পা পিছলে বুড়িগঙ্গার পানিতে পরে তলিয়ে যায়। জানতে পেরে আমি নিজেই বুড়িগঙ্গায় ঝাপ দিয়ে ছেলে মাইনউদ্দিনকে উদ্ধার করি। ততক্ষণে ছেলেটা অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিক তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর ছেলেকে বাঁচাতে পারিনি। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।