মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম এর সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাংবাদিক নেতারা বলেন, বড়লেখায় ইয়াবা ব্যবসায়ী ও তার সাথে জড়িত দের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া কথা বলেন। আর কোন মামলায় যাহাতে নিরপরাধী কোন মানুষ পুলিশের হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে বলেন।
এসময় নবাগত অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম সাংবাদিকদের সহযোগীতা চেয়ে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন পুলিশের পাশাপাশি সাংবাদিদের সহযোগিতা চান।
এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা শাখার সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলার সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী। সাধারণ সম্পাদক মোঃ রুয়েল কামাল সহ সভাপতি ফয়জুল হক শিমুল, সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান মালন, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সদস্য সেলিম আহমদ চৌধুরী ও আলী হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।