সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছে।
গত শুক্রবার (১৮এপ্রিল ) সকাল ০৭:০০ ঘটিকায় উপজেলার এনায়েতপুর ইউপির ইটালি(পৃবর্পাড়া) গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিটি হলেন মোছা:ফাহিমা বেগম (৪০)।অভিযোগ সূত্রেজানা যায়, শুক্রবার সকালে নিজ বসত বাড়ির পানি যাওয়ার ড্রেনের উপরে বিবাদিগণ ময়লা আবর্জনা দিয়ে ড্রেনটি বন্ধ করে দেয় এমতাবস্হায় ড্রেনটি পরিষ্কার করিতে গেলে বিবাদীগণ হাতে বাশের লাঠি ও লোহার রড ইত্যাদি নিয়ে বসত বাড়ির সামনে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বিবাদীগণকে গালিগালাজ করিতে মানা নিষেধ করিলে বিবাদীগণ খিপ্ত হয়ে আমার মাকে কিল ঘুসি ও লাঠি দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্হানে ছিলা ফোলা জখম করে।
গুরুতর আহত ব্যক্তিকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল৷ এ ব্যাপারে মহাদেবপুর থানায় রুবেল হেসেন অভিযোগ দায়ের করেছেন।জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে,আমরা দোষীদের শাস্তি চাই।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন রেজা জানান, লিখিত অভিযোগ দেখে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।