
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে।
গত শনিবার (১০অক্টোবর) দুপুর ১২:৩০ ঘটিকায় উপজেলার খাজুর ইউপির দক্ষিণ উড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সিরাজুল ইসলাম(৫৮),মশিউর রহমান(৪০।অভিযোগ সূত্রেজানা যায়, শনিবার দুপুরে নিজ জমিতে আগাছা পরিষ্কার করার জন্য কীটনাশক দিতে গেলে মো:ফয়সালের নেতৃত্বে প্রায় ১০থেকে ১৫ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।
গুরুতর আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। এ ব্যাপারে মহাদেবপুর থানায় সিরাজুল ইসলাম অভিযোগ দায়ের করেছেন।জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে।আমরা দোষীদের শাস্তি চাই।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি হাশমত আলি জানান, লিখিত অভিযোগ দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।