
নিজস্ব প্রতিনিধি:মহান বিজয় দিবসে নীলফামারীর ডোমারে বিএনএমের পক্ষে শ্রদ্ধা জানান সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। শনিবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে একটি বিশাল মিছিলসহ হৃদয়ে স্বাধীনতা চত্বরে পুষ্পমাল্য অর্পণ করেন। জাফর ইকবাল সিদ্দিকী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার – ডিমলা) আসন থেকে বিএনএম এর নোঙর প্রতিক নিয়ে নির্বাচন করছেন। ইতিপূর্বে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে এমপি নির্বাচিত হন। বিজয়ের শ্রদ্ধা জানাতে জাতীয় পার্টির অনেক নেতা নেত্রীকে তার সাথে দেখা গেছে। স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।