মোঃ শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। শাহজাদপুর পৌরসভার মাননীয় মেয়র মনির আক্তার খান তরু লোদী কর্তৃক গঠিত রায় বোর্ডের রায়কে উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী মহলের ইন্ধনে বাড়াবিল উত্তরপাড়ায় (০৯ নং ওয়ার্ড) #শাহজাদপুর_সাংবাদিক_ফোরাম এর সম্মানিত সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকনের জায়গা দখল করে বে-আইনীভাবে রাস্তা নির্মাণের চেষ্টা চলছে।আমরা মনে করি এটা, পৌরসভার মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা অবমাননার শামিল।বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে মাননীয় মেয়র, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় কাউন্সিলর #আফসার_শিকদার সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
মাননীয় মেয়র #মনির_আক্তার_খান_তরু_লোদী’র দৃষ্টি আকর্ষণ করছি।
RELATED ARTICLES