রবিবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান বিপিএম বার- পিপিএম বার এর কাছ থেকে রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিশেষ ভালো কাজের জন্য বিশেষ পুরস্কার গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ),অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রাজশাহী রেঞ্জ,বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম- পিপিএম( বার)রেঞ্জ অফিসার রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে গত ২০২৪ সালের মার্চ মাসে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার,তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন,ওয়ারেন্ট তামিল,ট্রাফিক ব্যবস্থাপনা,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি,নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন: এই পুরস্কার প্রাপ্তিতে সহযোগিতা করার জন্য সিনিয়র স্যারদের প্রতি ও আমার থানার সকল অফিসার ফোর্সসহ সদর উপজেলাবাসী ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।