Monday, March 17, 2025

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Home Uncategorized সাংবাদিকতার মতন মহত পেশায় প্রাথমিক গুণ দরকার।

সাংবাদিকতার মতন মহত পেশায় প্রাথমিক গুণ দরকার।

লেখক /সাংবাদিক নেতা :-শেখ তিতুমীর আকাশ।

শত শত পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা। তবে এর সঙ্গে অন্য দশটা পেশার পাৰ্থক্য অনেক। আজকের প্রতিষ্টিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে এসেছেন। তবে ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতা নিয়েই পড়তে হবে। তা কিন্তু জরুরী নয়। তবে এ বিষয়ে পারদর্শিতা বা ডিগ্রী থাকা ভালো।
সাংবাদিকদের অনলাইন থেকে শুরু করে সব কাজের বিষয়ে জানাশোনা হতে হয়- অর্থ্যাৎ অনেক বিষয়ে মৌলিক জ্ঞান থাকা একজন সাংবাদিকদের জন্য খুবই জরুরী।

যেমন সাংবাদিকতার ক্ষেত্র সমূহ :
প্রিন্টমিডিয়া পত্রিকা / ম্যাগাজিন /স্মরণিকা / সাময়িকী ইত্যাদি।
ইলেক্ট্রনিক মিডিয়া যেমন —রেডিও /টেলিভিশন /অনলাইন মিডিয়া ইত্যাদি।

একজন সাংবাদিকদের যেসব গুণ থাকা দরকার আমরা জানব যেমন —
১. সিদ্ধান্ত গ্রহণ।
২.সততা।
৩. ব্যক্তিত্ব।
৪.ব্যবহার।
৫. সাহসিকতা।
৬. বস্তুনিষ্ঠতা।
৭. অধ্যাবসায়।
৮. নিয়মানুবর্তিতা ও যোগাযোগ।
৯. দায়বদ্ধতা।
১০.বিচক্ষণতা।
সবার মনে রাখা জরুরি বিশেষ করে সাংবাদিকদের।
এটি একটি চ্যালেন্জিং পেশা—
সাংবাদিকরা লেখা পড়া করে এ পেশায় এসেছেন এমন লোকের সংখ্যা নিতান্ত অপ্রতুল। অথচ একটি সম্ভাবনাময় ও চ্যালেন্জিং পেশা হিসেবে সাংবাদিকতা আজ দেশ -বিদেশে সমাদৃত। সাংবাদিকতায় অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে এ পেশার প্রবেশ করতে পারলে একটি উজ্জ্বল ক্যারিয়ার গড়া সম্ভব।

এইখানে আমাদের বর্তমান বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইন গুলো সরকারি নীতি মালাতে সহ উল্লেখিত করা আছে এবং সেই দিক নির্দেশনা মোতাবেক যত টুকু শিক্ষাগত যোগ্যতা
প্রয়োজন আমরা সেই বিষয় অবগত থাকব যেমন —

জাতীয় পত্রিকা/ অনলাইন / ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করতে হলে তাকে কমপক্ষে অনার্স অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মফস্সলের ক্ষেত্রে কিছুটা শিথিলযোগ্য। সাংবাদিকতায় প্রাতিষ্টানিক শিক্ষা না থাকলেও সাংবাদিকতায় ওপর যে কোনো কোর্স করলে সহজেই সাংবাদিকতা পেশায় আমরা আসতে পারি।
কাজেই একটি সফল শর্ট কোর্সের পর পিজিটি ও মাস্টার্স করতে। পারলে সাংবাদিক হিসেবে একটি শক্ত ভিতের ওপর দাঁড়ানো সম্ভব।

সাংবাদিকতা একটি সত্যই মজার পেশা যদি সঠিক ভাবে সঠিক নিয়মে আমরা করতে পারি তাহলে এই পেশাকে
পেশার থেকেও নেশা বলাই শ্রেয়।
একজন সাংবাদিকের সমাজে ভূমিকা ঠিক ততটাই যতটা একজন শিক্ষকের ভূমিকা তার ছাত্রের জীবনে। কারণ তাদের মাধ্যমেই সকালে ঘুম থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি মানুষ জানতে পারে দেশ-কাল -এগুলো একটি সাংবাদিকের প্রকৃিত গুণের ভিতরে পড়ে।

সাংবাদিকদের বিশেষ গুণাবলী আমরা আরো যোগ করতে পারি যেমন :-
১/-একজন সাংবাদিক হতে হলে আপনার মধ্যে কিছু কিছু বিশেষ গুণাবলী থাকা আবশ্যক। যেমন : সর্বাগ্রে বাংলা ইংরেজি ভাষায় দখল থাকা অত্যন্ত জরুরি ।

২/- অনুসন্ধানী মন কোনো বিষয়কে সাধারণ মানুষ যেভাবে দেখতে একজন সাংবাদিক সেভাবে দেখবেনা, যেমন উপরে কিছু গুণবলি আমরা ১ থেকে ১০ পযন্ত উপস্থাপন করে এসেছি ঠিক সেই গুলো সঠিক ভাবে ব্যাখ্যা কবে বুঝে নিজের মতন করে এই পেশার দায়িত্ব পালন করা। মনে রাখকে হবে আমি সাংবাদিক আমার কাজই হল দৈনন্দিন হাজারো বিষয়ের মধ্য থেকে খবরের গুণাবলী আছে এসব তথ্যকে খুঁজে বের করা।

তথ্য প্রযুক্তি উন্নতিকায়নে ডিজিটাল প্লাটফর্মে সাংবাদিকদের চাহিদা গুলো একটু জেনে নেই —
যেমন যুগের পর যুগ যেমন পার হয়ে মানুষ সভ্যতার ছোঁয়ায়, আধুনিকতার পথে যেমন হেঁটেছে তেমনি তথ্য প্রযুক্তি র উন্নয়নে, সাংবাদিকদের চাহিদা উত্তরোত্তর বাড়ছে এবং সহজ হওয়াতে মানুষ এই পেশায় সহজ করে নিয়েছে।

ডিজিটাল প্লাটফর্মেও এ পেশায় চাহিদা কোনঅংশে কম নয় যেমন —
ফটোশপ /কম্পিউটার টাইপিং /এডিটিং সম্পর্কে ভাল ধারণা / বিভিন্ন প্রযুক্তিগত এপ বিষয়ে ধারনা আপনার কাজের সুযোগ আরো বাড়িয়ে দেবে।
পরিশেষে একজন সাংবাদিকদের হওয়া প্রয়োজন অতি নীতি গত আদর্শবান – সৃজনশীল – যুক্তিবাদী -সভ্য মেজাজের।

আইনী ধারা মতে সাংবাদিকতার প্রভাব কতটুকু বিস্তার লাভ করে এবং এ পেশায় আইনী ধারা গুলো কতটুকু জরুরি
সে বিষয় একটু ধারনা যেমন —
সাংবাদিকতা যেমন স্বাধীন মত প্রকাশের প্রতিফলন ঘটায় তেমনি আইনের দিকে এ পেশায় অনেক বড় প্রভাব পড়ে পাশা পাশি এ পেশায় যদি আইনের অনেক গুরুত্বপূর্ণ থাকা রয়েছে, যেমন: তথ্য প্রযুক্তি ধারা/ ডিজিটাল প্লাটফর্মেও কিছু আইনী গুরত্বপূর্ন ধারা সে বিষয়ে অবগত হওয়া।
কিছু প্রার্থমিক পর্যায়ে প্রশাসনের সাথে কোন ভাবে কথা বলতে হবে কোথায় একজন সাংবাদিক থামবে এই বিষয়ে কিছু আইনী ধারা রয়েছে। আইন আদালতে সভ্যতার উন্নয়নকারনে নতুন কিছু ধারা আমরা হরহামেশাই জারি হতে দেখি এই বিষয় গুলো সব সময় সাংবাদিকদের খেয়াল থাকা জরুরি।

সব মিলিয়ে আমরা যদি এই সাধারন ফেজবুকের এই পোস্ট বিষয়ে যদি ভাল করে পড়ে বিষয় গুলো পর্যাক্রমে অবগত হতে পারি তাহলে সাংবাদিকতার মতন মহত এবং মজার পেশা সেটা একদিন নিজে নিজেই ধারনা পাবো।

বৃঃদ্রঃ- যদি আমার এই সাধারন কথা গুলো কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন শেয়ার করে যারা সাংবাদিকতার মতন মহত পেশায় যোগ দিতে চান তারা অত্যন্ত উপকৃত হবে।

RELATED ARTICLES

পুঠিয়ায় এক গৃহবধু গঁলায় ওরনা পেচিয়ে রহস্যজনক মৃত্যু হত্যা না আত্মহত্যা এই নিয়ে ধোঁয়াশা? নিহতের স্বামী আটক

মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):রাজশাহীর পুঠিয়া উপজেলার বারোই পাড়া গ্রামে মোসাঃ সোমা (২৩) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে...

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদেমহাদেবপুরে সাংবাদিকদের মানববন্ধন

সুমম কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত...

মহাদেবপুরে কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সুমন কুমার বুলেট নওগাঁ (মহাদেবপুর): নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে শুক্রবার(১৪মার্চ) বাদ আসর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পুঠিয়ায় এক গৃহবধু গঁলায় ওরনা পেচিয়ে রহস্যজনক মৃত্যু হত্যা না আত্মহত্যা এই নিয়ে ধোঁয়াশা? নিহতের স্বামী আটক

মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):রাজশাহীর পুঠিয়া উপজেলার বারোই পাড়া গ্রামে মোসাঃ সোমা (২৩) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে...

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদেমহাদেবপুরে সাংবাদিকদের মানববন্ধন

সুমম কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত...

মহাদেবপুরে কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সুমন কুমার বুলেট নওগাঁ (মহাদেবপুর): নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে শুক্রবার(১৪মার্চ) বাদ আসর...

মানুষের কল্যাণেই বিএনপি সবসময় কাজ করে যায় -ব্যারিস্টার অমি 

মোঃ নাসির সিকদার(কেরানীগঞ্জ,ঢাকা প্রতিনিধি) ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, মানুষের কল্যাণে বিএনপি কাজ করে যায়। বিএনপি...

Recent Comments