Saturday, March 15, 2025

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Home E-Paper সাবেক মেয়র বাবলু সহ ৪ বিএনপি নেতার মুক্তিলাভ

সাবেক মেয়র বাবলু সহ ৪ বিএনপি নেতার মুক্তিলাভ

মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়া ৪ বিএনপি নেতা রাজশাহী কেন্দ্রীয় কারাগার এবং পাবনা জেলা কারাগার থেকে একজন মুক্তি পেয়েছেন। 

১২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে তাঁরা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

ওই ৫ জন হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু,  ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি রেজাউল করিম শাহীন ও ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন। তাঁরা ৫ বছর ৭ মাস বিভিন্ন কারাগারের ফাঁসির সেলে বন্দী ছিলেন। ৫ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে ওই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ৪৭ জন নেতা-কর্মীর সবাইকে খালাস দেওয়া হয়।

পাচঁ নেতার মুক্তি পাওয়া উপলক্ষে সকালে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী গাড়িবহর নিয়ে
রাজশাহী কেন্দ্রীয় কারাগার ও পাবনা জেলা ফটকে উপস্থিত হন। কারাফটকে তাঁরা ফুলের মালা পরিয়ে তাঁদের বরণ করে নেন।

এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্ত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুলের শুভেচ্ছা জানান। পরে বিএনপি নেতাদের ঈশ্বরদীর বিএনপির দলীয় নেতাকর্মীরা রাজশাহী ও পাবনা কারাগার হতে বরণ করে ঈশ্বরদী নিয়ে আসেন।
 
এদিকে শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস স্কুল মাঠ থেকে কারামুক্ত নেতাদের নিয়ে বের হয় বিশাল শোভাযাত্রা। বিকালে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক ঈশ্বরদী পুরাতন বাসষ্ট্যান্ডে গণসংবর্ধনা অনুষ্ঠানের যোগ দেয়। সেখানে তাদের বীরোচিত গণসংবর্ধনা প্রদান করেন। এসময় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভীড়ে শহরের আলহাজ্ব মোড় হতে রেলগেট, কলেজ রোড নাজিমুদ্দিন স্কুল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র ও এই মামলার অন্যতম আইনজীবি জামিল আক্তার এলাহী। সঞ্চালনা করেন কারামুক্ত ইসলাম হোসেন জুুয়েল।

ঈশ্বরদীতে বিএনপি ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, সদ্য কারামুক্ত মকলেছুর রহমান বাবলু, জাকারিয়া পিন্টু, একেএম আক্তারুজ্জামান, শামসুল আলম, রেজাউল করিম শাহীন ও আজিজুর রহমান শাহীন।  

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, ঈশ্বরদীর বিএনপি আজ ঐক্যবদ্ধ দলের স্বার্থে সকলকে একত্রিত ভাবে কাজ করতে হবে। ঈশ্বরদী জংশন স্টেশনে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী বিএনপির ৪৭ নেতাকর্মীকে সাড়ে ৫ বছর কারাবন্দি করে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেদিনের ঘটনায় একটি মানুষও আহত হয়নি। অথচ ৯ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। যা বিচার ব্যবস্থায় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। অন্যায়ভাবে বিএনপি’র নেতাদের ফাঁসিসহ বিভিন্ন দন্ডের দন্ডিত করা হয়েছিল। যে বিচারক রায় দিয়েছিলেন, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে জনতার আদালতে বিচার করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজ আওয়ামী লীগ মাইনাস হয়েছে। এখনও বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যারাই ষড়যন্ত্র করবে তারাই মাইনাস হয়ে যাবে। যত ষড়যন্ত্রই হোক না কেন আমরা কারামুক্ত বাবলু ও পিন্টুসহ সকলকে নিয়ে ঈশ্বরদীর মাটিতে বিএনপি’র দূর্গ গড়ে তুলবো।

সুপ্রিমকোর্টের সিনিয়র ও এই মামলার অন্যতম আইনজীবি জামিল আক্তার এলাহী বলেন, আমাদের নয়নের মণি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। তাঁরই প্রচেষ্টায় সাড়ে ৫ বছর অক্লান্ত পরিশ্রম করে আমরা এদের কারামুক্ত করতে পেরেছি।

কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের উদ্দেশে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি এ কে এম আখতারুজ্জামান বলেন, বর্তমান সরকারের কাছে আমার দাবি, অতি স্বল্প সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন, যার মাধ্যমে দেশের মানুষ যেন জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন; যাতে দেশে একটি নির্বাচিত সরকার কায়েম হয়।’

মুক্তি পাওয়ার পর আজিজুর রহমান শাহীন বলেন, হাসিনার নিজ ক্ষমতা বলে মিথ্যা ঘটনায় আমাকে পাঁচ বছর আট মাস জেল খাটালেন। অত্যন্ত অমানবিক ও বর্বরোচিত কাজ এটা। জেলের ভেতরে আমরা খুব কষ্টে ছিলাম। এদিকে বাইরে আমাদের ব্যবসা-বাণিজ্য সব কেড়ে নিয়েছে।

মামলা সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর খুলনা থেকে ট্রেনে ঈশ্বরদী হয়ে সৈয়দপুরে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। তাঁকে বহনকারী ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে ঢোকার মুহূর্তে ট্রেন ও শেখ হাসিনার কামরা লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। পরে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে ছাত্রদল নেতা ও বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করেন। পরে আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে তদন্তের জন্য দিলে ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এতে নতুন করে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীদের আসামি করা হয়।

২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই মামলায় ৯ জনের ফাঁসির আদেশ দেন। এ ছাড়া ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে যাবজ্জীবন সাজার আসামিদের ৩ লাখ টাকা এবং ১০ বছরের সাজার আসামিদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে, আসামিরা আপিল করেন। সেই ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ৫ ফেব্রুয়ারি আসামিদের খালাস দেন হাইকোর্ট।

RELATED ARTICLES

মহাদেবপুরে কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সুমন কুমার বুলেট নওগাঁ (মহাদেবপুর): নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে শুক্রবার(১৪মার্চ) বাদ আসর...

মানুষের কল্যাণেই বিএনপি সবসময় কাজ করে যায় -ব্যারিস্টার অমি 

মোঃ নাসির সিকদার(কেরানীগঞ্জ,ঢাকা প্রতিনিধি) ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, মানুষের কল্যাণে বিএনপি কাজ করে যায়। বিএনপি...

চারঘাট মডেল থানা পুলিশের অভিযানে আধা কেজি গাঁজাসহ মাদক সেবনকারী ৭জন গ্রেফতার

মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে গাঁজা,হিরোইনসহ সাতজন মাদক সেবনকারীদের গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।পৃথক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মহাদেবপুরে কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সুমন কুমার বুলেট নওগাঁ (মহাদেবপুর): নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে শুক্রবার(১৪মার্চ) বাদ আসর...

মানুষের কল্যাণেই বিএনপি সবসময় কাজ করে যায় -ব্যারিস্টার অমি 

মোঃ নাসির সিকদার(কেরানীগঞ্জ,ঢাকা প্রতিনিধি) ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, মানুষের কল্যাণে বিএনপি কাজ করে যায়। বিএনপি...

চারঘাট মডেল থানা পুলিশের অভিযানে আধা কেজি গাঁজাসহ মাদক সেবনকারী ৭জন গ্রেফতার

মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে গাঁজা,হিরোইনসহ সাতজন মাদক সেবনকারীদের গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।পৃথক...

পুলিশ সুপার কর্তৃক নওগাঁ বার্ষিক পরিদর্শন বদলগাছি থানা

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ সম্মানিত পুলিশ সুপার নওগাঁ জেলার জনাব, মোহাম্মদ সাফিউল সারোয়ার...

Recent Comments