

ক্রাইম অনুসন্ধান ডেস্ক: গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ব্রিজের নিচে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিমুল। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
জানা গেছে, শিমুল অবৈধ মাটি খনন বন্ধ করতে গেলে একদল ভূমি দস্যু তার ওপর উদ্দেশ্য প্রণোদিত ভাবে শিমুল ও তার সহযোগী রহিম নামে ঘটনাস্থলে দুজনের উপর হামলা চালায়। একপর্যায়ে একটি ট্রাক্টর তার শরীরের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এতে তার বুক ও মাজাসহ অন্তত দশটি হাড় ভেঙে যায়। প্রথমে তাকে গুরুতর অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় স্বজনরা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। ইতোমধ্যে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের নাম নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতৃবৃন্দ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য অবৈধভাবে নতুন ব্রিজের নিচে কয়েকটি গ্রুপ বালু মাটি কাটার প্রতিযোগিতায় লিপ্ত থাকেন এটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।