
ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মোঃ মামুন ,, ঈশ্বরদীর লালন শাহ সেতু-দাশুড়িয়া মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু,,,,,
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রাফাত হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় রাফাতের বাবা বাচ্চু প্রামানিক (৪০) এবং মা রওশন আরা (৩৫) আহত হয়েছেন। নিহত রাফাত হোসেন উপজেলার উত্তর বাঘইল গ্রামের বাচ্চু প্রামানিকের ছেলে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার দাশুড়িয়া -লালন শাহ সেতুর দিয়াড় বাঘইল ফেইথ ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার স্যানাল এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকশী হাইওয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বাচ্চু প্রামানিক মোটরসাইকেল যোগে আত্বীয়ের বাড়ী বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ওই তেল পাম্পের সামনে মহাসড়কে পিছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলটি সিটকে পড়ে। এ সময় মোটর সাইকেলে থাকা শিশুটি সিটকে পড়লে ঘটনাস্থলেই নিহত হয়। শিশুটির পিতা-মাতা গুরুতর আহত হন।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই জন মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মা রওশন আরাকে আশঙ্কজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।