কেরানীগঞ্জে ঢাকা মাওয়া মহা-সড়কে রাজেন্দ্রপুর এলাকায় পুলিশের প্রিজন ভ্যানের সাথে পদ্মা ট্রাভলর্স বাস মুখোমুখি সংঘর্ষে ৩ পুলিশসহ ৫ জন আহত হয়েছে। শনিবার (১৮জুন) সকালে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মিল ব্রাক পুলিশ লাইনের কর্মরত আহত এসআই মোঃ মজিবর ও এসআই আমিনুল ইসলাম,গাড়ী চালক পুলিশসদস্যের নাম জানা যায়নি। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোঃ দুলাল জানায়, ওই সকাল সাড়ে ৯ টায় সংবাদ পেয়ে রাজেন্দ্রপুর এলাকায় মহাসড়কের উপরে পুলিশের প্রিজন ভ্যান ও পদ্মা ট্রাভলর্স নামে ২টি গাড়ি বিধস্ত অবস্থায় পরে থাকতে দেখতে পাই। পুলিশের ভ্যানটি ঢাকা জেলার পুলিশের রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এব্যাপারে মামলা নেওয়া হবে বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।