দখল, দূষণ আর ময়লা-আবর্জনায় ভরাট হয়ে অস্বিত্ব সংকটে থাকা ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল রক্ষায় এক হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। প্রকল্পের আওতায় খালের বর্জ্য অপসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খনন, দুই তীরে ওয়াকওয়ে নির্মাণসহ বেশকিছু কর্মসূচি থাকছে।
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার(৩০ এপ্রিল) বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের নেতৃত্বে কদমতলী খালপাড় থেকে বেগুনবাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশ ছোট বড় ৬৯টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়।এ সময় উচ্ছেদের নোটিশ পাওয়ার পর স্থাপনা নিজে থেকে সরিয়ে না নেয়ায় মোঃ মাসুদকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম জানান, এই শুভাঢ্যা খাল পুন-খননে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে। তাই খালের দুই পাশের দখলদারদের উচ্ছেদে আমরা নোটিশ জারি করেছি। নোটিশ পাওয়ার পর যারা স্থাপনা এখনো নিজের দিকে সরিয়ে নেয়নি তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, ট্রাফিক পুলিশের পরিদর্শক পীযূষ কুমার মালো, শুভাঢ্যা ভূমি অফিসের তহসিলদার রঞ্জিত চন্দ্র দাস, নাজির কাম-ক্যাশিয়ার সোহেল রানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।