
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পূর্ব শত্রু তার জের ধরে মানিক মুক্তা ট্রেডার্সে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার সতীহাট বাজারে মানিক মুক্তা ট্রেডার্সে। এ ঘটনার ভুক্তভোগী মানিক মুক্তা ট্রেডার্সের প্রোপাইটর মো: জাহাঙ্গীর আলম মানিক বলেন, তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় দোকান বন্ধ রেখে জুলাই মাষে চিকিৎসার জন্য ভারতে যান, চিকিৎসারত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন(৫ আগস্ট) সন্ধ্যায় তার দোকানে ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম বাবুল চৌধুরীর ও তার ভাতিজা শহিদুল শাহার নেতৃত্বে প্রায় শতাধিক দুর্বৃত্ত তার দোকানে হামলা চালায় এবং মালামাল লুটপাট করেন। আনমানিক জিরা ৫০ বস্তা,সাদা ফল ৫০০ কেজি কালো ফল ৩০ বস্তা,লবঙ্গ ১০০ কেজি,গোল মরিচ ১০০ কেজি,ইসবগুলের ভুষি ৫ বস্তা,ঘন চিনি ১০ বস্তা,সোয়াবিন তেল ৫ ড্রাম ইত্যাদি। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন। বর্তমানে তিনি নিজ বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ও জানান। এর আগেও তারা একটি ট্রাক সতীহাট সরকার ফিলিং স্টেশন থেকে তার বাহিনী দিয়ে সরিয়ে ফেলে এ পর্যন্ত গাড়িটির সন্ধান পাওয়া যায়নি । ইউপি নির্বাচন সংক্রান্ত বিষয়ে মিথ্যা মামলা ও বিভিন্ন লোকজন দিয়ে তার ওপর তদন্তভার নিয়ে হয়রানির শিকার করে এবং নানা ধরনের হুমকি ও ভয় ভিতি দেখিয়ে যাচ্ছে। বাজারে বণিক সমিতির কার্যক্রম ও নির্বাচন ছাড়াই ১৫ বছর ধরে শাসন করে আসছে বলে জানা যায়৷ মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি বলেন,বসতবাড়ি ভাংচুর দোকান লুটপাট করা কারো জন্যয় কাম্য নয়।এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধারণের আহ্বান ও জানান তিনি।