
নৌকা ভ্রমন নিকলী মিঠামইন কিশোরগঞ্জ হা ভ্রমণে আমরা সকাল ৯টায় আমাদের নেয়া গাড়ি নিয়ে রওনা হই.নিকলী মিঠামইন কিশোরগঞ্জ হাওর পরিদর্শন করি ও সাবেক রাষ্ট্রপ্রতি আ:হামিদ সাহেবের বাড়ি পরিদর্শন করি ও হাওর পারে থাকা মানুষের জন্য মন থেকে দোয়া করি.আমাদের সাথে যাহারা সফর সংগী হয়েছিলো.বড়ো ভাই তাজউদ্দীন আহমেদ.সুজন ভাই.তমিজ ভাই.মোরশেদ ভাই.সেলিম ভাই.মানিক ভাই.রানা ভাই.আবু বক্কর সিদ্দিক ভাই.আমাদের জামাই সুজন.আমাদের সবার কাছে ভালোবাসার মানুষ মোস্তফা ভাই ওরফে মোসতু ভাই.আল্লাহর অশেষ দয়ার কারণে আমরা সারাদিন আনন্দ উপভোগ করে রাত ১০টার সময় আমাদের নিজের ঠিকানায় এসে পরি.হে আল্লাহ তোমার দয়ায় আমরা আমাদের ভ্রমন শেষে বাড়ি ফিরে এসেছি.