
সুমম কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের কচুকুড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী কায়দায় হামলা ও বসত বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শনিবার (২৫ মে) দিবাগত রাত ১২:৪০ মিনিটে কচুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মৃত সমছের আলীর ছেলে জাহিদুল ইসলাম(৫৫) থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জাহিদুল ইসলামের সাথে ছালাম হোসেনের সাথে বাড়ির জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। কয় একবার তাদের বিচার সালিস ও হয়েছে। গ্রামবাসী ও প্রশাসনের সহায়তায় তাদের জমির বিরোধ মিঠানো হয়।কিন্তু আব্দুস সালাম তা অমান্য করে পুনরায় জাহিদুল ইসলামের জমির উপর হামলা চালায়।ঘটনার দিন রাত ১২:৪০ মিনিটে জাহিদুল ইসলামের বসত বাড়িতে পরিবারের লোকজনের উপর আব্দুল ছালাম( ৪৫) এর ভাড়া করা গুন্ডাবাহিনী দিয়ে জাহিদুল ইসলামের টিনসেটের বাড়িতে দেশীয় ধারালো রামদা দিয়ে কুপিয়ে ফেলিয়ে আবার উক্ত বসতবাড়িতে আগুন জালাইয়া দেয়।জাহিদুল ইসলামের পরিবারের লোখজনদের কে দেশি অস্ত্র দেখাইয়া বিভিন্ন ধরনের ভয় ভীতি ও প্রান নাশের হুমকি দেই। বসতবাড়ি ভাঙচুর ও আগুন জ্বালাইয়া দিয়ে তাদের পরিবারের আনুমানিক এক লাখ টাকার ক্ষতি সাধন করে। মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।