এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে!চাঁপাইনবাবগঞ্জ শহরের স্টেশন রোড প্রান্তিক পাড়ার কুখ্যাত মাদক কারবারি শয়ণ আলীকে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে ওঠা শয়ণ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।অনুসন্ধান ও স্থানীয় এলাকাবাসী জানায়, শয়ণ আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে যুব সমাজ ধ্বংসের পথে ছিল। তার গ্রেপ্তার এলাকাবাসীর জন্য স্বস্তির খবর। ওই এলাকার স্থানীয় জাহাঙ্গীর আলম বলেন ,"শয়ণ আলীর মতো মানুষদের গ্রেপ্তার করাই জরুরি ছিল। তার কারণে আমাদের সন্তানরা বিপথে যাচ্ছিল। আমরা ডিবি পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানাই।"আর-ও অনুসন্ধানে জানাযায় "শয়ণ এলাকায় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। যার মাধ্যমে প্রতিদিন শত-শতাংশ ইয়াবার খুচরা ও পাইকারি বিক্রি হতো। তার গ্রেপ্তারে স্থানীয় এলাকাবাসী শান্তির নিঃশ্বাসে অবিডল" ভয়ালদর্শন কুখ্যাত কারবারি তবে শুধু শয়ণ নয়, তার সঙ্গে জড়িত আরও অনেকেই অন্ধ মহলে যারা, চালিয়ে যাচ্ছে রমরমা তাদেরও গ্রেপ্তার করা ইতিমধ্যেই জরুরি ।"পুলিশ সুপার বলেন, "মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু। ভয়াল চিত্র 'শয়ণ আলীর মতো অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকের জাল পুরোপুরি ছিন্ন করতে আমরা সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছি। যারা মাদক ব্যবসায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সমাজ থেকে মাদক নির্মূল করা আমাদের প্রধান লক্ষ্য, এবং এ ক্ষেত্রে আমরা কোনো আপস করব না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা জনগণের পাশে আছে। রয়েছে সর্বদাই সজাগ' অপরাধীরা যতই শক্তিশালীই হোক, তারা আইনের হাত থেকে রেহাই পাবে না।"
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।