
মোঃ শরিফুল ইসলাম (শরিফ) ক্রাইম রিপোর্টার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভার খঞ্জনদিয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে। জানাগেছে, ১৯ মার্চ মঙ্গলবার রাতে বাসু দেব এর সুতা রংয়ের ডাইং ফ্যাক্টরিতে মদ্যপ অবস্থায় হামলা চালায় ওই গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে মোঃ নেওয়াজ। এসময় ফ্যাক্টরির মালিক বাসু দেব এর উপর হামলা চালায় সে। এসময় উপস্থিত লোকজন বাসুদেবকে নেওয়াজের হাত থেকে দ্রুত ওখান থেকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। উপস্থিত লোকজন নেওয়াজকে পতিরোধ করলে নেওয়াজ চলে যায়। পরে আবার ২য় দফায় মদ্যপান করে মাতাল অবস্থায় ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। এসময় ডাইং কারখানার শ্রমিক হান্নান ( ৩৫) কে গলায় এবং বুকে আঘাত করে।এসময় গুরুতর আহত অবস্থায় হান্নানকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডাইং এর অন্যান্য কর্মচারীরা জানান নেওয়াজ মাঝে মধ্যেই মতাল অবস্থায় কারখানায় এসে হুমকি ধামকি ও মারপিটের ঘটনা ঘটায়। স্থানীয় পৌরসভার কাউন্সিলর আবু শামীম সূর্য বলেন, হামলাকারী নেওয়াজ নিতান্তই একজন খারাপ প্রকৃতির লোক কোন দোষ ত্রুটি ছাড়াই মানুষকে গালমন্দ মারধর করা তার স্বভাবে পরিনত হয়েছে। ঘটনার দিন সে এক পর্যায়ে আমার উপরও চড়াও হয় এবং আমার কথা অমান্য করে ডাইং কারখানার শ্রমিক হান্নানকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।