আবু তালেব ঢালী: গত ১১ অক্টোবর বেলা ১১টায় ঢাকার সেগুন বাগিচায় বাগিচা রেস্তোরাঁয় ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির উদ্যোগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্তা,এস,ডি,জি অর্জনের বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা করা হয়।
এ সভায় উপস্থিত ছিলেন ঢাকায় বসবাসরত শরীয়তপুরের সকল সাংবাদিক বৃন্দ ও বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরামের নেতা ও এস ডি জি বাস্তবায়ন বিশেষজ্ঞ।
প্রধান অতিথি ছিলেন জাপানি মিডিয়া কিওডোর বাংলাদেশ প্রতিনিধি ও বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সৈয়দ আহমেদুজ্জামান বিশেষ অতিথি ছিলেন এশিয়ান এজ বিশেষ প্রতিনিধি পিআর বিশ্বাস প্রধান আলোচক ছিলেন এস ডি জি বিশেষজ্ঞ হোপ মাল্টিমিডিয়ার পরিচালক সন্তু সাহা কানাডা প্রবাসী এস ডি জি সচেতন শিল্পী লায়লা শারমিন (দীনা) দৈনিক ইত্তেফাকের আল আমিন( ঢাকা প্রেসক্লাব সভাপতি) অপরাধ দমনের যুগ্ন ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল হক নান্নুসহ
ইলেক্ট্রনিক বেতার প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। অনুষ্ঠানের সুরুতেই ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেনের উপস্থাপনায় সভায় বক্তৃতা সুরু হয়।প্রধান বক্তা সন্তু সাহা এস ডি জির ১৭ টি দিক নিয়ে বক্তৃতা রাখেন,
তিনি সাংবাদিক জাতির বিশাল ভূমিকা রাখে বলে ব্যাখা দিয়ে বলে যে সাংবাদিক লেখুনির মধ্যে দিয়ে
এস ডি জি লক্ষ পুরুনের ভূমিকা রাখে। কানাডিয়ান প্রবাসী দীনা বলে বাংলাদেশ আলো বাতাস জল স্থল ছয় ঋতুর দেশ এ দেশে এস ডি জি বাস্তবায়ন সম্ভব সাধারণ জনগণের যৌথ সহযোগিতায়।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
এস ডি জি বাস্তবায়নের লক্ষে ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতি
RELATED ARTICLES