নাম নবুয়াত হোসেন বয়স ২৩ বছর
পেশায় ছাত্র ও খন্ডকালীন শিক্ষকতা
পিতা মৃত সাইফুল ইসলাম তালুকদার
গ্রাম বরইতালি মধ্যপাড়া
থানা কাজিপুর জেলা সিরাজগঞ্জ
গত ২৩-৭- ২০২৩ তারিখ সন্ধ্যায় কাজিপুর থানা পুলিশের একটি টি ম কর্তৃক উক্ত আসামি নবুয়াত হোসেনকে একটি গাজা গাছ চাষ আবাদ করার অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবুয়াত হোসেনকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তকালে জানা যায় সে একসময় ইয়াবা ট্যাবলেট সেবন করত। তারপর আর্থিক সংকটের কারণে ইয়াবা সেবন বাদ দিয়ে গাঁজা সেবন করা শুরু করেন। গাঁজা সেবন কালে চিন্তা করে যে গাঁজা কিনতে টাকা লাগে এর পরিবর্তে চাষ করলে কেমন হয় ;সেই থেকেই তার গাঁজা চাষের পরিকল্পনা মাথায় আসে।
গাঁজা চাষের পরিকল্পনা মোতাবেক নিজেদের বাগানের মধ্যেই গাঁজা গাছ চাষ করেন এবং পুলিশের হাতে গ্রেফতার হন।
গ্রেফতারকৃত আসামি নবুয়াত হোসেনের চিন্তা ধারণা গাঁজা চাষে দুইটি লাভ
প্রথমত :টাকা দিয়ে গাঁজা ক্রয় করে সেবন করতে হবে না
দ্বিতীয়তঃ বিক্রয় করলে টাকাও পাওয়া যাবে।
সব পরিকল্পনা ভেস্তে এখন পুলিশের হাতে আটক নবুয়াত হোসেন
উদ্ধারকৃত গাঁজা গাছের উচ্চতা অনুমান ১০ ফুট
ওজন প্রায় ৪ কেজি ৩০০ গ্রাম।
এই সংক্রান্ত কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত আসামি নবুয়াত হোসেনকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।