মোহাম্মদ সাইদ:
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে এ আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবীর এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ।
পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এসময় বলেন, সকলের সহযোগিতায় সার্বজনীন দুর্গা পূজা নিরবচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। এ বছর জেলায় জেলায় শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত করার লক্ষ্যে জেলার সকল মন্ডপ গুলোতে প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়া মতবিনিময় সভায় ঢাকা জেলা পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জদের সাথে আসন্ন দুর্গা পূজা, সা¤প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, প্রত্যেক পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, মাদক, চোরাচালান, ইভটিজিং, সম্পত্তি সংক্রান্ত, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সঠিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে দিক-নির্দেশনা প্রদান করেন। সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা পুলিশ সুপার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মোঃ নূর আলম, অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ ) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বিরা হাবিবা খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবদুল্লাহ হিল ক্বাফী ।
কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুন- অর -রশিদ, কেরানীগঞ্জ মডেল থানা শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকার ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিপেন বর্মন , তারা নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের আলী, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল সহ প্রমুখ।
কেরানীগঞ্জ মডেল থানা শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা ৮২ টি পূজা মন্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা এ আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন।