মোহাম্মদ সাইদ: কেরানীগঞ্জে ১৬০ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে করেছে র্যাব।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ তানজিল,মোঃ আল আমিন মল্লিক,সঞ্জয় ধর, মোঃ শাকিল ও মোঃ তানভীর সিদ্দিক বাধন।
আজ বিকালে র্যাবের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব-১০ জানান, মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৬লক্ষ টাকা মূল্যের ১,১০৬ পুরিয়া (১৬০ গ্রাম) হেরোইনসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাব আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ শ্রীনগর ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।