সার্জেন্ট মোঃ হুমায়ুন জানান, গত ৩০ আগস্ট ২০০৯ ইং তারিখে একই গ্রামের প্রতিবেশী সাখাওয়াত হোসেন ডাক নাম -খোকন দর্জি পিতা মোঃআজিজ দর্জি গ্রাম- কুকড়াইল পোস্ট+ থানা – মাদারীপুর, জেলা মাদারীপুর এর নিকট হতে দলিল মূলে নগদ তিন লক্ষ টাকার বিনিময়ে ৮ শতাংশ জায়গা ক্রয় করে। যার মৌজা নং ১২৩ দাগ নং ১০৩০। জমি বিক্রয়ের তিন বছর অতিবাহিত হওয়ার পর আমার কাছে জমি পুনরায় ফেরত চায়, জমি ফেরত দিতে অস্বীকার করলে, মোহাম্মদ সাখাওয়াত হোসেন খোকন দর্জি, হুমায়ুন বাবাকে হত্যা করার হুমকি দেয়। হুমায়ুন সাহেব চাকুরীর অবস্থানরত থাকা অবস্থায়, বাবাকে দিয়ে নিকটস্থ থানায় জিডি করে যার নম্বর- ১৩৭৫ তারিখ ২৭শে এপ্রিল ২০১২। বর্তমান হুমায়ুন এর পরিবার মৃত্যুর হুমকিতে আছে। নিকটস্থ থানায় দারস্ত হয়েছেন। সাখাওয়াত হোসেন একজন দাঙ্গাবাজ প্রকৃতির মানুষ। সন্ত্রাসীদের সহযোগিতায় জমির মালিক হুমায়ুনের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। হুমায়ুন সাহেব আইনের সহযোগিতা কামনা করছেন। যেন তার ন্যায্য অধিকার ফিরে পেতে পারে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
জমি ক্রয় করার পরও ভোগ দখল করতে পারছে না ভুক্তভোগী সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ হুমায়ুন ।
RELATED ARTICLES