মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোটার গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক রাজু সরকার (৪৮) নিহত হয়েছেন।
শনিবার দিনগত রাতে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের মাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজু ওই ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় ফাঁসিতলা বাজার থেকে মহিমাগঞ্জের দিকে যাচ্ছিলেন রাজু। পথেমধ্যে মাস্তা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
গাইবান্ধায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত:
RELATED ARTICLES