ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর গ্রামের আব্দুল জলিল কে আহত ও তার বাড়িঘরে হামলা,লুটপাট,চুরি, গুরুতর জখম ভয়ভীতি ও হুকুম দানের অপরাধে আব্দুল জলিলের স্ত্রী আঞ্জুয়ারা বেগম গত ১৭ ই নভেম্বর/ ২০২২ গোবিন্দগঞ্জ থানায় মামলা নং ৩৩/৬০১ জি আর নং ৬০১/২০২২ মামলায় আসামী আলমগীর,খলিলুর,সুমি ও আকিমা বেগম গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ২৪ নভেম্বর ২০২২ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শুনানি শেষে আলমগীর ও সুমি বেগমের জামিন আবেদন না মঞ্জুর করে আসামী কে জেল হাজতে প্রেরণ করেন বলে সংশ্লিষ্ট সিএস,আই নিশ্চিত করেছেন ।এ ব্যাপারে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের কর্মরত জি আর ও বলেন,আসামীদের মধ্যে তিনজনের জামিন মঞ্জুর হয়েছে আর গুরুতর অপরাধের দায়ে আলমগীর হোসেন এবং সুমি বেগমের আবেদন নামঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
মামলার সূত্রে প্রকাশ গত ১৫ই নভেম্বর ২০২২ রাখাল বুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর গ্রামের আন্জুয়ারার বসতবাড়িতে হামলা চালিয়ে বাক্স ভেঙ্গে ১,০০,০০০ টাকার লুটপাট,ছিনতাই এবং মারপিট খুন যখম করে আসামিগণ রাম রাজত্ব কায়েম করে।
আদালত চত্তর ঘুরে জানা গেছে,আলমগীর ও সুমি বেগমকে জেল হাজতে প্রেরণ করায় গোবিন্দগঞ্জের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
গাইবান্ধায় গোবিন্দগঞ্জে আদালতে জামিন নিতে এসে দুইজন কে জেল হাজতে প্রেরণ
RELATED ARTICLES