মোঃ আঃ জলিল মন্ডল(ক্রইম)রিপোর্টার গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা তালুক ফলগাছা গ্রাম হতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।জানাযায়,শ্তুক্রবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জুলিয়াস রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা উপজেলার তালুক ফলগাছার মন্ডল পাড়া নামক গ্রামে অভিযান পরিচালানা মৃত সুধির চন্দ্র মহন্ত ছেলে শ্রী সুজিত চন্দ্র(৪৫)”র ঘড় হতে ভারতীয় আড়াই কেজি গাঁজাসহ আটক করে।এব্যাপারে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দের ইন-চার্জ মোঃ আব্দুল আজিজ জানান,সুজিত দীর্ঘদিন যাবৎ হতে গাঁজার ব্যবসা করে আসছিল এরই ধারাবাহিতায় শ্তুক্রবার রাতে অভিযান পরিচালানা করে আড়াই কেজি গাঁজাসহ সুজিতে আটক করে,মাদকবিরোধী আইনে মামলা রুজু করা হয়।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।
RELATED ARTICLES