(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধিগাইবান্ধার পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ মে) দুপুরে পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের আজগার আলী ছেলে।এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মিলনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ সন্ত্রাস নাশকতা জ্বালাও পোড়াও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
গাইবান্ধা পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারী তাজুল ইসলাম মিলন গ্রেফতার।
RELATED ARTICLES