asd
Friday, July 26, 2024

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Home Uncategorized জনতা ব্যাংক শাহজাদপুর শাখার গ্রাহকদের #টাকা জালিয়াতির মুলহোতা # আওলাদ হোসেন রঞ্জু...

জনতা ব্যাংক শাহজাদপুর শাখার গ্রাহকদের #টাকা জালিয়াতির মুলহোতা # আওলাদ হোসেন রঞ্জু #শাহজাদপুর থানা পুলিশকর্তৃক_ গ্রেফতার। ক্রাইম রিপোর্টার জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগ মোহাম্মদ আলী জিন্নাহ মানিক

১। গত ০৬/০৭/২০২৩ খ্রিঃ জনতা ব্যাংক, শাহজাদপুর উপজেলা শাখার একজন সম্মানিত গ্রাহক জনাব মো: আবু হানিফ উক্ত ব্যাংকে তার একাউন্ট থেকে টাকা উত্তোলনের জন্য আসেন এবং চেক জমা দেয়ার পরে তিনি জানতে পারেন যে, তার একাউন্টে কোন টাকা নাই। তিনি আরও জানান যে, গত ০২/০৫/২০২৩ খ্রিঃ তিনি অত্র ব্যাংকে কর্মরত পিওন আওলাদ হোসেন রঞ্জুর মাধ্যমে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জমা প্রদান করেছেন। এরপরে তিনি উক্ত ব্যাংকের ম্যানেজারকে বিষয়টি অবহিত করেন। ম্যানেজার সাহেব জানতে পারেন যে, আওলাদ হোসেন রঞ্জু ঈদের ছুটির পর থেকে ব্যাংকে অনুপস্থিত আছে এবং উক্ত তারিখে হানিফ এর কোন জমা ভাউচার নেই। রঞ্জুর অনুপস্থিতির বিষয়টি জানাজানি হলে গ্রাহকরা ব্যাংকে আসতে শুরু করেন। উক্ত ঘটনায় ম্যানেজার সাহেব শাহজাদপুর থানাতে একটি সাধারণ ডায়েরি করেন যার নং-৩২৭, তারিখ ০৬/০৭/২৩ খ্রিঃ। পরবর্তীতে ম্যানেজার সাহেব জানতে পারেন যে আওলাদ হোসেন রঞ্জু দৈনন্দিন ব্যাংকিং কার্যাবলীর অগোচরে ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার তৈরি করে গ্রাহকদের সাথে ব্যক্তিগত সুসম্পর্ক কাজে লাগিয়ে ২৫ জন গ্রাহকের প্রায় ৪৫,০০,০০০/- (পয়তাল্লিশ লক্ষ) টাকা আত্নসাত করেছে। উক্ত ঘটনার বিষয়ে ম্যানেজার মো: জেহাদুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় এজাহার দায়ের করেন।

২। সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় এবং শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম’দ্বয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর থানার এসআই(নিঃ) গোপাল চন্দ্র মন্ডল এর নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার পূর্ব মিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে গত ১০/০৭/২০২৩ খ্রিঃ ভোর ০৫.৪৫ ঘটিকায় উক্ত ঘটনার মূল হোতা মো: আওলাদ হোসেন রঞ্জু (৪০), পিতা- মৃত নুরুল হক, সাং-পারকোলা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ’কে ২৪,০২০/- টাকা ও একটি মোবাইলসহ গ্রেফতার করে।

৩। গ্রেফতারকৃত আসামী মো: আওলাদ হোসেন রঞ্জু’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ১৯৯৯ সালে এইচএসসি পাশ করে এবং ২০০১ সালে বিকম পরীক্ষা দেয়। কিন্তু পর পর ৩ বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারে নাই। সে ২০০২ সালে স্থানীয় একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করে।

২০০৩ সালে জনতা ব্যাংক শাহজাদপুর শাখাতে সে পিওন কাম পরিচ্ছন্নতা কর্মী পদে ( No Work, No Pay) যোগদান করে। ২০০৭ সালে সে তার কাজের পাশাপাশি ডেচপাশের কাজ শুরু করে এবং ব্যাংকের প্রবেশ দ্বারে একটি ডেস্ক স্থাপন করে। সে তার কাজের পাশাপাশি যখন কেউ একাউন্ট খুলতে আসত তখন তার ফরম পুরণ করে দিত।

২০১৬ সালের দিকে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। সে স্থানীয় লোকজনের কাছে চড়া সুদে আনুমানিক ১৫ লক্ষ টাকা ঋণ নেয়। এরপর উক্ত ঋণের টাকা পরিশোধ করার জন্য সে টিএমএসএস, ব্রাক, আশা, দিশা সহ বিভিন্ন এনজিও থেকে প্রায় ২০ লক্ষ টাকা ঋন নেয়। তাকে প্রতি সপ্তাহে প্রায় ৩০ হাজার টাকা কিস্তি দিতে হত।

সে ২০২২ সালের শুরুর দিকে গ্রাহকদের কাছ থেকে জালিয়াতি করে টাকা নেয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে তার পরিচিত লোকদের টার্গেট করে এবং তাদের একাউন্ট খুলে দেয়। তার গ্রাহকরা তাকে বিশ্বাস করতেন এবং তার পরিচিত টার্গেট একাউন্টের কেউ টাকা জমা ও উত্তোলন করতে আসলে তার মাধ্যমেই করত। কোন গ্রাহক টাকা তুলতে আসলে তারা যে টাকার পরিমান লিখত তার বাম পাশে গোপনে সে একটি ডিজিট বসায়ে বেশি টাকা তুলত। আবার মাঝে মাঝে সে চেক নিজের কাছে রেখে তার কাছে থাকা টাকা দিয়ে দিত। পরে সুবিধামত সময়ে চেক দিয়ে বেশি টাকা উত্তোলন করত।

আবার তার পরিচিত কেউ যখন টাকা জমা দিতে আসত তখন তার কাছে টাকা দিয়ে চলে যেত। কিন্তু সে উক্ত টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রাখত এবং পরের দিন গ্রাহককে ভুয়া জমা রশিদ প্রদান করত।

৪। গ্রেফতারকৃত আসামী মোঃ আওলাদ হোসেন রন্জু ঘটনার কথা স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোহাম্মদ আলী জিন্নাহ
মোহাম্মদ আলী জিন্নাহ
রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ | ০১৭১৯-৮৩১২৬৯
RELATED ARTICLES

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার,,মোহাম্মদ আলী জিন্নাহ মানিক বিভাগীয় প্রধান দৈনিক অপরাধ দমন।।।।

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।।।

ব্যবসার কথা বলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা, মোঃ মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি, দৈনিক অপরাধ দমন।

মোহাম্মদ কোবায়েদ হোসেন বাসি, পিতা মৃত: সুলতান সরদার সাং রাজমান দহপাড়া, ডাকঘর চিনা ধুকুরিয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ।। তিনি জানান, প্রতারণার...

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলন কারীদের বিরুদ্ধে পুলিশের মামলা

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে ১২০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।  চাঁপাইনবাবগঞ্জে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার,,মোহাম্মদ আলী জিন্নাহ মানিক বিভাগীয় প্রধান দৈনিক অপরাধ দমন।।।।

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।।।

ব্যবসার কথা বলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা, মোঃ মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি, দৈনিক অপরাধ দমন।

মোহাম্মদ কোবায়েদ হোসেন বাসি, পিতা মৃত: সুলতান সরদার সাং রাজমান দহপাড়া, ডাকঘর চিনা ধুকুরিয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ।। তিনি জানান, প্রতারণার...

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলন কারীদের বিরুদ্ধে পুলিশের মামলা

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে ১২০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।  চাঁপাইনবাবগঞ্জে...

চোরাই ব্যবসায় খুলেছে জাহাঙ্গীরের কপাল, অল্পদিনে হয়েছেন কোটিপতি

মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার চোরাকারবারি জাহাঙ্গীর আলম (৩০)। বাবা বদর উদ্দিনের পুরোনো ব্যবসার হাল...

Recent Comments