জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর অধ্যাপক ডাঃ মোঃ ওয়াহিদুর রহমান স্যার কে, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বদা তাহার সুস্থতা ও কামনা করেছেন মোঃ মুনজুরুল ইসলাম, ভ্যাক থেরাপিষ্ট ও সহ-সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক), রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগের সহ-সভাপতি মোঃ মনজুরুল ইসলাম বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ জন্মলগ্নের পরপরই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জনঅধিকারকে সংবিধানে স্থান দিয়েছে। খুব তাড়াতাড়িই অর্থাৎ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যভুক্ত হয়েছে। ১০ই ডিসেম্বর যথাযথ মর্যাদার সাথে এখানে পালিত হয় মানবাধিকার দিবস। তবে মানবাধিকার পুরোপুরি রক্ষিত হয়নি-এ দেশে। বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের ভাষ্যমতে ১৯৯৬ সালের নয় মাসে ১০ হাজারেরও বেশি মানুষ মানবাধিকার লংঘনের শিকার হয়েছে। পুলিশ ও জেলহাজতে নির্যাতন ও মৃত্যু, সড়ক ও নৌদুর্ঘটনা, যৌতুকপ্রথা, খুন-রাহাজানি, ধর্ষণ, আত্মহত্যা, সন্ত্রাস এখন বাংলাদেশের অতি স্বাভাবিক ঘটনা। এসবই মানবাধিকার লংঘনের কারণ। সন্ত্রাস ও চাঁদাবাজি আমাদের সাধারণ মানুষগুলোর জীবনকে বিপন্ন করে দিয়েছে। আবার নতুনভাবে যুক্ত হয়েছে রাজনৈতিক দলীয় কোন্দল, হত্যা, গুম। এমতাবস্থায় এদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বিশৃঙ্খলামুক্ত সমাজ গঠন না করা গেলে, মানবাধিকার এখানে শুধু কথাতেই থেকে যাবে, কার্যে তা প্রকাশ পাবে না।আশার কথা হলো বাংলাদেশ সরকার মানবাধিকার রক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা অন্যতম। সংবিধানে ২৬-৪৭ অনুচ্ছেদে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণের স্বীকৃতি রয়েছে। পাশাপাশি বিভিন্ন NGO মানকবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ৮০’র দশক থেকেই বেসরকারিভাবে তারা কার্যক্রম শুরু করেছে এদেশে।
আমাদের উল্লাপাড়া, বোয়ালিয়ার কৃতি সন্তান, সৎ, যোগ্য, জনদরদী, গরীবের বন্ধু, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর অধ্যাপক ডাঃ মোঃ ওয়াহিদুর রহমান স্যার কে, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বদা তাহার সুস্থতা ও দ্বীর্ঘায়ু কামনা রইল। শুভেচ্ছান্তে, শুভেচ্ছান্তে, মোঃ মুনজুরুল ইসলাম, ভ্যাক থেরাপিষ্ট ও সহ-সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক), রাজশাহী বিভাগ। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনাব মোঃ আলী জিন্না মানিক সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রাজশাহী বিভাগ।