প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী, জোড়াবাড়ী, পাঙ্গা মটুকপুর, ডোমার সদর, সোনারায় ও ভোগডাবুড়ী ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে প্রতি পরিবারে ২বান্ডিল করে টিন, ৩০কেজি করে চাল এবং ৬হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ডোমার উপজেলা পরিষদের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বাবু, বোড়াগাড়ী
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টাকা, চাল ও ঢেউটিন বিতরণ।
RELATED ARTICLES