মামুন উর রশিদ রাসেল বিশেষ প্রতিনিধিঃ ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্তর থেকে একটি র্্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস চত্তরে ফিরে এসে এক আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরনবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
ডোমারে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন ।
RELATED ARTICLES