প্রকাশের সময় : ঢাকা, ১৭আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ, ০১জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ,১২ জিলহজ্ব ১৪৪৪ হিজরি,আপডেট : ১১:৫০:৩৫ পিএম .
মোহাম্মদ সাইদ (স্টাফ রিপোর্টার): ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১জুলাই) বিকেলে কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আমেনা মারজান এর নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সড়কে শৃঙ্খলা ফিরাতে ড্রাইভিং লাইসেন্স বিহীন যানবাহন চলাচল বন্ধে ও বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে ঢাকার কেরাণীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ইকুরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত যানবাহন চালনার দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চলাচল বন্ধে। বিকেলে উপজেলার ইকুরিয়া হাসনাবাদ এলাকায় মহাসড়কে ভ্রামমাণ আদালত পরিচালনা করে ১২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।