দত্তবাড়ি ব্রিজ মহল্লায় দাঙ্গায় লিপ্ত আসামি গ্রেফতার। ইংরেজি ১১/৭/২৩ তারিখ সিরাজগঞ্জ সরকারি ডিগ্রী কলেজে রেগ উপলক্ষে ওই কলেজের গেটম্যান বহিরাগত আলহাজ্বকে ঢুকতে না দিলে গেটম্যান হাসানকে আলহাজ্ব পাইপ দিয়ে মারতে যায়।গেটম্যান হাসানের বাড়িদত্ত বাড়ি ব্রিজের উত্তর পার্শ্বে ও আলহাজের বাড়ি দক্ষিণ পাশে হওয়ায় তারা এলাকার লোকজন নিয়ে ব্রীজের উত্তর দক্ষিণ পাশের বাসিন্দার পরিচয়ে গত ১১/৭/২৩তারিখ থেকে প্রতিনিয়ত দাঙ্গা করে মানুষের ও সম্পত্তির ক্ষতি করছে। ইতিমধ্যে এই ঘটনার বিষয়ে মামলার রুজু হয়েছে এবং আসামি গ্রেফতার করে বিজ্ঞ পাঠানো হয়েছে। ওই ঘটনার জের ধরে পুনরায় ১৭/৭/২৩ তারিখ দুপুর বেলা বাংলায় লিপ্ত হলে ঘটনা স্থল থেকে ধারালো অস্ত্র ও বললম সহ দুইজন দাঙ্গাবাজ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দাঙ্গাবাজ আসামি ১)মোঃ শিপন (২৮)পিতা মোহর আলী ২) ২) সোহান শেখ (২০) পিতা লোকমান শেখ উভয়সাং:দত্তবাড়ি উত্তরপাড়া থানা সিরাজগঞ্জ সদর জেলা সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত বিরুদ্ধে যথাযথ ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
দত্তবাড়ি ব্রিজ মহল্লায় দাঙ্গায় লিপ্ত আসামি গ্রেফতার। ক্রাইম রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাহ মানিক জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগ।
RELATED ARTICLES