ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ “প্রশিক্ষিত যুব উন্নতদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় যুব দিবস পালন করা হয়েছে আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা.স,মু, আল আফ মুকসিত, তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ সুমনা আক্তার,জন স্বাস্থ্য সহকারী প্রকৌশলী অধিদপ্তর মোঃ আমীর হোসেন, মোঃ ফিরোজ চৌধুরী প্রিন্স গণমাধ্যম কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মোঃ এখলাস মিয়া মোবাইল সার্ভিসিং ভাদুরিয়া নবাবগঞ্জ কে নগদ ৬০ হাজার ঋণের টাকা তুলে দেওয়া হয়।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
নবাবগঞ্জ জাতীয় যুব দিবস পালন
RELATED ARTICLES