ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ চিত্রাঙ্কন প্রতিযোগীতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ বৃদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় ক্ষুদে শিক্ষার্থীদের অংগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২ টায় উপজেলার চড়ারহাট শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ইউএনও এম এম আশিক রেজার সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এসময় সেখানে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান,ওসি ফেরদৌস ওয়াহিদ কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর এ শেফা, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মোঃ আমির হোসেন ইউ পি চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি।পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।