বিশেষ প্রতিনিধি:ঢাকায় বিএনপির একদফা আন্দোলনে আটককৃত নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের নিঃশর্ত মুক্তির দাবিতে জনসমাবেশ করেছে নীলফামারী জেলা বিএনপি। সোমবার (৩১ জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই জন সমাবেশ হয়।সমাবেশে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এতে সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব।প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, ‘রক্তে ভেজা রাজপথ, এই রক্ত কোন দিন বৃথা যেতে পারে না,গনতন্ত্র পুনরুদ্ধার হবেই,এই পুলিশ লীগ,ছাএলীগ, আওয়ামীলীগের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। ভোট চোর সরকার এখন দিশেহারা অবস্থায় পরেছে।’তিনি আরও বলেন, ‘তাদের মিথ্যা মামলায় দেশ নায়ক তারেক রহমান ১০ হাজার কিলোমিটার দূরে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মিথ্যে মামলায় ফাঁসিয়ে রেখেছেন। মামলা দিয়ে, নেতাকর্মীদের গ্রেপ্তার করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। দিন আর বেশি দুরে নয়, আওয়ামীলীগের পতন হবেই।’ এছাড়াও তিনি জহুরুল আলম ও এএইচএম সাইফুল্লাহ রুবেলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।’এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পার্ভেজ,মোস্তফা হক প্রধান বাচ্চু,মোক্তার হোসেন,জলঢাকা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী জুয়েল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম,সাবেক ছাত্র নেতা আব্দুস সালাম বাবলা, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
নীলফামারী জেলার বিএনপির সম্পাদক ও যুবদলের সাইফুল্লাহ রুবেলের মুক্তির দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত।
RELATED ARTICLES